ইন্দুরকানী প্রতিনিধি
গতকাল বুধবার (১৮ই জুন) বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় ‘মিথ্যা মামলায় হেরে গিয়ে সাবেক জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাসিন্দা মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমি মোঃ জসিম উদ্দিন হাওলাদার পিতা আব্দুল সাত্তার পশ্চিম বালিপাড়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
গত বছরের অক্টোবর মাসের ২৩ তারিখে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নাসির উদ্দিন এলাকার এক নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী খালিসপুর থানায় অভিযোগ করেন। থানা-পুলিশ ব্যবস্থা না নেওয়ায় খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি। এই মামলায় আটজন সাক্ষীকে নাসির উদ্দিন বিভিন্ন সময় হুমকি ও মামলা দিয়ে হয়রানি করছেন।পরে
বর্তমান বছরের জুন মাসের ১৫ তারিখে ওই ওয়ার্ডের স্থানীয়রা পশ্চিম বালিপাড়া এলাকার নূরীয়া মাদ্রাসার সামনে নাসির উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করে।
তিনি আরো বলেন, নাসির উদ্দিন বিভিন্ন লোকদের বাদি বানিয়ে খুলনাতে একটি মানব পাচার মামলা এবং ইন্দুরকানী থানায় একই দিনে দুইটা জিটি করে। বালিপাড়া সাত নম্বর ওয়ার্ডে ১৩ সালের একটি বিস্ফোরক মামলায় এখানে আমি ও আমার চাচাকে আসামি করে। কিন্তু আমার পরিবারের সাবাই বিএনপির রাজনীতির সঙ্গে জরিত। তিনি পার্শ্ববর্তী এলাকার এক মহিলা কমলা বেগম তাকে দিয়ে আমার নামে এ পর্যন্ত চার থেকে পাঁচটা মামলা দিয়েছে। ওই মানববন্ধনে উপস্থিত স্থানীয় লোকজনের বিরুদ্ধে অপবাদ দিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ দিয়েছে। তারা হলেন বাপ্পি হালদার ২০২২ সালে পশ্চিম বালিপাড়া ওয়ার্ড ছাত্রদল কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং আব্দুল হাশেম বিএনপি ৮ নং ওয়ার্ডের ৪১ ভোটার তালিকায় ৯ নম্বর সদস্য রয়েছেন। কিন্তু নাসির উদ্দীন তাদের ছাত্রলীগ ও আওয়ামী লীগ বানিয়েছেন। নাসির উদ্দিন আমার নামে এর আগেও কয়েকবার বিভিন সংবাদে নিউজেও করায় ৩০ শে অক্টোবর ২০২৪ পিরোজপুর মুক্ত বার্তা একটি রিপোর্ট করে। সেখানে আমাকে ইন্দুকানী শ্রমিকলীগে নেতা বানিয়ে দেয় এবং কোন কোন সময় বালিপাড়া ও শ্রমিক লীগের নেতা বানিয়ে দেয়। আমি সংবাদে প্রকাশিত তীব্র প্রতিবাদ জানাই। আমি মোঃ জসিম উদ্দিন ঢাকা একজন ব্যবসায়ী আমি বিগত ২৪ বছর যাবত মোটর গাড়ি ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ব্যবসা করি। আমার ৫ থেকে ৬ টা পিকআপ আছে। তেজগাঁও রাস্তার মোড়ে বাপ্পি ট্রান্সপোর্ট নামে আমার একটা অফিস আছে। আমার এখানে এই জিয়ানগর উপজেলার অন্তত ৩০ থেকে ৪০ টা ছেলেকে চাকরি দেওয়া হয়েছে । আমি দেশের নামকরা ডেভলপার বিটিআই টেকনোলজি। সজীব গ্রুপ এবং অ্যাসেট ও বিভিন্ন প্রতিষ্ঠানে গাড়ি ও লেবার সাপ্লাই দিয়ে থাকি। এর সাথে আমি স্কাপ ক্রয় বিক্রয় করি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমি যাতে মিথ্যে মামলা হামলা থেকে রক্ষা পাই।
আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
Leave a Reply