নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:-
চট্টগ্রামে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোটি কোটি টাকার টেন্ডার নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু যথাযথ পদক্ষেপের অভাবে ঠিকাদার ও নাগরিক মহলে ক্ষোভ তৈরি হয়েছে। যার গুঞ্জনে ব্যাপক সমালোচিত হয় সচেতন মহল গণমাধ্যমে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ঠিকাদারদের মানববন্ধন জহির রায়হানের বিরুদ্ধে নানা অভিযোগের সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি দুদকের নজরে আসে। অভিযোগ রয়েছে, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, কমিশন বাণিজ্য, কোড বিক্রি, একচেটিয়া নিয়ন্ত্রণ, এবং ঠিকাদারদের নিকট থেকে সুবিধা না পেলে বিল পাশ করতে গড়িমসি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিলেন তিনি।
দুদক সূত্রে জানা গেছে, গত ২৯ জুন ২০২৫ সকাল ১১টায় দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি টিম চট্টগ্রামের গণপূর্ত বিভাগের রহমতগঞ্জ ডিভিশন-২ এ অভিযান চালায়। অভিযানের সময় নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের রুম তল্লাশি করা হয় এবং বিভিন্ন প্রকল্পের নথি, বিল, টেন্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করা হয়।
দুদক সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত নথিপত্র যাচাই-বাছাই করে প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে কমিশন। তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১১ মে বাংলাদেশ ঠিকাদার সমিতির চট্টগ্রাম জোনের নেতৃবৃন্দ এক মানববন্ধনে জহির রায়হানকে অপসারণের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের বিভিন্ন প্রকল্পে নানা দুর্নীতি অভিযোগ রয়েছে।
তবে এবারের ঘটনায় দুদকের সক্রিয়তা নাগরিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সচেতনমহল।
অন্যদিকে, এ বিষয়ে প্রকৌশলী জহির রায়হানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply