সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট।।
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাংচুর ও আসামী ছিনতাই এবং সংঘর্ষের ঘটনায় বিএনপিকে জড়িয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। শুক্রবার(৪ জুলাই) দুপুরে পাটগ্রাম পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান দাবি করেন, “ঘটনার সঙ্গে বিএনপির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, এটি একটি প্রশাসনিক ও ব্যবসায়িক বিরোধের বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে পাটগ্রাম থানার ঘটনায় বিএনপিকে দায়ী করে যে পোস্ট দিয়েছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
বিএনপির এই নেতা দলের অবস্থান স্পষ্ট করে জানান, “যদি এ ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকে এবং তা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কারও ব্যক্তিগত দায় পুরো দলের ওপর চাপানোর চেষ্টা করা হলে তা হবে দুঃখজনক।
বিএনপির এই সংবাদ সম্মেলনে এসময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি গোলাম মোস্তফা সালাউদ্দিন আহমেদ ওপেল, লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ (ভিপি আনিছ), পাটগ্রাম উপজেলা, পৌরসভা ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply