স্টাফ রিপোর্টার:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষা শুরু হয় ৮ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার এবং পরীক্ষা শেষ হবে ১২ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার। এবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা সময় সূচি অনুযায়ী দুপুর ২ টা হতে অনুষ্ঠিত হচ্ছে উক্ত পরিক্ষা।
৫ আগস্ট ২০২৪ ইং তারিখে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে অনেক শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই। আবার পরিক্ষায় অংশগ্রহণ কালে মারধর শেষ পুলিশে ধরিয়ে দেওয়া হচ্ছে, এমন ঘটনা প্রতিনিয়ত চোখে পড়ছে। একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় অধিকার শিক্ষা গ্রহণ এবং পরীক্ষায় অংশগ্রহণ। কিন্ত সেই অধিকার থেকে বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে একজন নিবিড় চন্দ্র রায়। বগুড়া জেলার গাবতলি উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের একমাত্র ছেলে নিবিড়। নিবিড় বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার অন্তর্ভুক্ত সুখানপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে কাহালু সরকারি কলেজ হতে বি এস সি চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত ৮ জুলাই তারিখ হতে তার ফাইনাল পরীক্ষা শুরু হলেও পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পায়নি নিবিড়। গাবতলী তথা বগুড়া বি এন পি’র ঘাটি নামে পরিচিত এবং দেশের অস্থিরতা এমতাবস্থায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ায় তাকে পরিক্ষা দেওয়া সুযোগ দেয় নি।
নিবিড় রায়ে’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষার ফ্রম ফিলাপ করার পর থেকে সকল যায়গায় শোনা যায় আমি পরিক্ষা দিতে গেলে মারধর করারা পরিকল্পনা করছেন কিছু মানুষ, দোষ আমি ছাত্রলীগ চেতনা ধারণ করি। এর আগে ৫ আগস্ট আমার উপর হামলা হলে আমি জীবন বাচানোর জন্য বগুড়া ছাড়তে বাধ্য হই। জীবনের শেষ সম্বল জ্ঞান অর্জনের জন্য পরীক্ষা দেওয়ার আশা নিয়ে ফ্রম ফিলাপ করলেও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। তবে এই আধার চিরস্থায়ী নয়, এ আধার কাটবেই, বাংলাদেশ হাসবেই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
কাহালু সরকারি কলেজ বিভাগীয় প্রধান মোঃ সোহেল সাহেবের সাথে যোগাযোগ করে জানতে পারি, নিবিড় চন্দ্র রায় এবার অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নিবিড় চন্দ্র রায় ফ্রম ফিলাপ করেছে এবং তার বন্ধুর দ্বার পরীক্ষার প্রবেশ পত্র উত্তলন করেছেন। পরবর্তীতে জানতে পারি নিবিড় চন্দ্র রায় পরিক্ষার হলে উপস্থিত হতে পারে নাই। মেধাবী ছ নিবিড় প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে প্রথম শ্রেণীর ফলাফল নিয়ে উতীর্ণ হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
Leave a Reply