পানিতে মুরগির বিষ্টা ফেলার সময় গ্রামবাসী দুইটি ড্রাম ট্রাক আটক করে। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুরগির বিষ্টা ভর্তি দুইটি ড্রাম ট্রাকের মধ্যে একটি ঘটনাস্থলেই রেখে যায়, অপরটি নিয়ে আসে থানার গেটে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানার গেটের সামনে রাখা মুরগির বিষ্টা ভর্তি ড্রাম ট্রাক থেকে কটু দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী, আশপাশের দোকানী ও চলাচলকারীরা দুর্গন্ধে চরম কষ্ট পেয়ে বিড়ম্বনার শিকার হন।
স্থানীয়দের অভিযোগ, গত এক মাস ধরে রাতের আঁধারে ট্রাকে মুরগির বিষ্টা এনে বিভিন্ন স্থানে, বিশেষ করে বুরুজ ব্রিজ ঘাটে ফেলা হচ্ছে। বুধবার গভীর রাতে কাকনহাট এলাকার নাবিল পোল্ট্রি ফার্ম থেকে দুইটি ড্রাম ট্রাক ভর্তি মুরগির বিষ্টা বুরুজ ব্রিজ ঘাটে ফেলতে গেলে গ্রামবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
বুরুজ গ্রামের সরনজাই ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, “আমরা গ্রামবাসী মুরগির বিষ্টা ফেলতে আসা ওই দুই ট্রাক এবং চালককে আটক করে পুলিশে দিয়েছি। পরে মালিক পক্ষ মুছলেখা দেওয়ায় ট্রাক ও চালককে ছেড়ে দেওয়া হয়েছে।”
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “কেউ অভিযোগ করতে রাজি না হওয়ায় মুছলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। থানার সামনে রাখা বিষ্টা ভর্তি ট্রাক থেকে দুর্গন্ধ কমানোর জন্য বিশেষ পাওডার ছিটানো হয়েছিল, তবুও আশপাশের সবাই দুর্গন্ধে অতিষ্ঠ হয়েছিলেন।”
Leave a Reply