নড়াইল প্রতিনিধি:
হরি-গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার উদ্যোগে মতুয়া দলপতিদের সম্মাননা স্বারক প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে শনিবার দুপুর ২টায় সদর উপজেলার পূর্ব সীমাখালী মতুয়া মিশন জেলা কমিটির প্রয়াত সভাপতি রুপকুমার মজুমদারের বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মতুয়া অসিত কুমার মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। মতুয়া মিশন জেলা কমিটির আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়ামাতা সুবর্না ঠাকুর।প্রধান বক্তা ছিলেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি অসীম পাল।স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সাধারন সম্পাদক দেব মজুমদার।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মতুয়া মিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস পূজা উদযাপন ফ্রন্ট জেলা কমিটির সভাপতি মতুয়া অশোক কুন্ডু,মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও যশোর জেলা কমিটির সদস্য সচিব গৌতম বিশ্বাস, ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি তিতাস বিশ্বাস,মাগুরা জেলা কমিটির সাধারন সম্পাদক চন্দন গৌড়, নড়াইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, মতুয়ারত্ন পরশমনি বিশ্বাস মন্টু।
Leave a Reply