মোহাম্মদ মাসুদ
দেশে প্রথম কোন স্বচ্ছ জবাবদিহিতামূলক দায়িত্ব পালনে প্রশংসিত আলোচিত হলেন ধর্ম উপদেষ্টা মাওলানা ড. অফম খালিদ হোসেন হাফিঃ। হজ্বের সময় বাড়িভাড়ায় খরচ কম হওয়ায় ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত পাবে ৪,৯৭৮ জন সাধারণ মানুষের হাতে।
রোববার (১৩ জুলাই) চলতি বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমরা এ বছর হজ প্যাকেজে বাড়িভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধার্য করেছিলাম তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পেয়েছি।কোনো কোনো ক্ষেত্রে সার্ভিস চার্জও কিছুটা কমেছে। ইতোমধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব চূড়ান্ত করেছি। সরকারি মাধ্যমে প্রত্যেক হাজিকে আমরা প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত দেব।
কোন হাজিরা কত টাকা ফেরত পাবেন, তার বিস্তারিত তথ্য তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। তিনি জানান, সাধারণ হজ প্যাকেজ-১ এর হাজিদেরকে ৪, ৫ ও ৬ নম্বর বাড়িতে রাখা হয়। ৪ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫ হাজার ৩১৫ টাকা, শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২৩ হাজার ২৭ টাকা ফেরত পাবেন। ৫ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ১৩ হাজার ৫৭০ টাকা ফেরত পাবেন, এ বাড়িতে শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি। ৬ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন, এ বাড়িতেও শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি। সাধারণ হজ প্যাকেজ-২ এর হাজিদেরকে ১, ২ ও ৩ নম্বর বাড়িতে রাখা হয়।১ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ১৯ হাজার ১৯২ টাকা, শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫১ হাজার ৬৯২ টাকা ফেরত পাবেন। ২ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২১ হাজার ১৪২ টাকা ফেরত পাবেন এবং শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫৩ হাজার ৬৪২ টাকা ফেরত পাবেন। ৩ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২৪ হাজার ২৬২ টাকা ফেরত পাবেন, এ বাড়িতে শর্ট প্যাকেজের কোন হাজি রাখা হয়নি।
চলতি বছর পবিত্র হজ পালন করে ৮৭ হাজার ১০০ বাংলাদেশি দেশে ফিরেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৮১ হাজার ৬৮৭ হাজি।
উল্লেখ্য :
এমন সিদ্ধান্তে ইতিবাচক মন্তব্যে আলোচিত হয়েছেন সর্বস্তরের মানুষের মুখে মুখে। এটাই তো ইসলামের শিক্ষা। এটাই তো আল্লাহভীরু নেতৃত্ব। এটাই তো সেই ইনসাফ, যে ইনসাফ শাসকের হৃদয়ে না থাকলে যত আইনই থাকুক, মানুষের কোনো উপকার হয় না। এমন সিদ্ধান্তে আলোচিত প্রশংসিত হয়েছেন জনমনে সারা দেশজুড়ে।
অবিশ্বাস্য হলেও সত্য। পরিশোধ কৃত টাকা নগদ ফেরত। কেউ কল্পনাও করে না এমন সিদ্ধান্ত!বাড়তি টাকা জমা পড়েছে, সেখান থেকে একজন আলেম উপদেষ্টা বলছেন, এটা তো মানুষের, তাদেরই ফিরিয়ে দিতে হবে।
ধর্ম উপদেষ্টা মাওলানা ড. অফম খালিদ হোসেন হাফিঃ।এই ঘোষণা দিয়েছেন। তিনি একজন আলেম।
একজন আলেম উপদেষ্টা দেখিয়ে দিলেন, আলেমরা যদি নেতৃত্বের আসনে থাকেন, তবে রাষ্ট্র চলবে আল্লাহভীতির আলোয়, গরিব মানুষের হক ফেরত আসবে ব্যাংক অ্যাকাউন্টে।