বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তে “অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ” এই প্রতিপাদ্যে দুই দিনব্যাপী শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর চ্যাম্পিয়ন দল হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ। রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত পরিসংখ্যান বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগ ফাইনাল বিতর্ক করে।
এসময় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডঃ ইলিয়াছ প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শওকাত আলী ও বিশেষ অতিথি রংপুর মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন।
বিতর্ক শেষে রাত ৯ টায় ফলাফল ঘোষণা করেন বেরোবি উপাচার্য এতে মোট ১১ ব্যালটের ৮-৩ ব্যালট ব্যবধানে পরিসংখ্যান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সমাজবিজ্ঞান বিভাগ। চ্যাম্পিয়ন দলের বিতর্কিতরা হলেন সমাজবিজ্ঞান ১২ তম ব্যাচের রাকিবুল হাসান, ১৪ তম ব্যাচের বিধান রায় এবং ১৬ তম ব্যাচের মোঃ রিপন মিয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ডঃ মোঃ শওকাত আলী বলেন, আজকের যে থিমটি ছিল অন্যায়ের বিরুদ্ধে তর্কের নির্ভীক বিস্ফোরণ। এই বিতর্কই হবে আমাদের অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পথে, সত্যের পথে, সততার পথে। আর এই জিনিসগুলো জনসাধারণের মাঝে তুলে ধরার একটা ভালো মাধ্যম হচ্ছে বিতর্ক চর্চা।
চ্যাম্পিয়ন দলের রাকিবুল হাসান বলেন,"এটা শুধু একটা জয় নয়, চিন্তা আর যুক্তির স্বীকৃতি। সকলের পরিশ্রম আর প্রস্তুতির ফলে আমরা পেয়েছি—এই অনুভূতিটা গর্বের, অনুপ্রেরণার। ইনশাআল্লাহ সমাজ বিজ্ঞান বিভাগ এভাবেই নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে"
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা আন্দোলনে বেরোবি ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এ দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদ দিবস হিসেবে পালন করার ঘোষণা দেন। প্রথম শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় মোট ২২ টি বিভাগ থেকে প্রতিযোগী দল অংশগ্রহণ করেন। ট্যাব রাউন্ডে আটটি টিম ব্রেক করে কোয়ার্টার ফাইনাল এবং সেখান থেকে চারটি টিম সেমিফাইনাল বিতর্ক করে সর্বশেষ সমাজবিজ্ঞান বিভাগ ও পরিসংখ্যান বিভাগের ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়।
এছাড়াও মোট ৩৩ জনের বিচারক প্যানেল, স্পিকার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস ২০২৫ এর মুল আয়োজক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।