নড়াইল প্রতিনিধি :
নড়াইলে নবগঠিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবি’র কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে শহরের রুপগঞ্জ এলাকায় একটি বেসরকারি অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল জেলা আইডিইবি’র দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো: রবিউল ইসলাম রুবেল।
লিখিত বক্তব্যে রবিউল ইসলাম রুবেল বলেন,আইডিইবি একটি পেশাজীবী সংগঠন।আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে পরামর্শ বা তাদের অবগত না করে গত ১২ জুলাই কতিপয় সদস্য ২০২৬-২০২৮ টার্মের প্রস্তাবিত কমিটি গঠন করেন।কমিটি গঠনের পর নিজেদের তৈরি প্যাডে এবং নিজেদের স্বাক্ষরের মাধ্যমে তারা কমিটিকে চুড়ান্ত বলে গণ্য করে।বৈধভাবে জেলা কমিটি অনুমোদিত হতে হলে সেন্ট্রাল আইডিইবির প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষর এবং সিল থাকতে হবে।জেলা কমিটিকে একমাত্র সেন্ট্রাল কমিটিই অনুমোদন দিতে পারে।শনিবারের ঘোষিত নড়াইল জেলা কমিটি আইডিইবির নিয়মনীতিকে উপেক্ষা করে মনগড়াভাবে করা হয়েছে।তাই নিয়মবহির্ভূতভাবে ঘোষিত ভিত্তিহীন ওই কমিটিকে আমরা অবাঞ্চিত ঘোষনা করছি এবং ওই কমিটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সেন্ট্রাল আইডিইবির কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
এ সময় আইডিইবির নড়াইল জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো: শামীম মিনা, নড়াইল জেলা আইডিইবির সদস্য ইঞ্জিনিয়ার খায়রুজ্জামান তানিম,ইঞ্জিনিয়ার মো: তারেক রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আইডিইবির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন বলেন,নড়াইল জেলা কমিটি গঠনের ব্যাপারে আমাদের কোন মতামত নেয়া হয়নি।আমাদের পক্ষ থেকে ওই কমিটিকে অনুমোদনও দেয়া হয়নি।
উল্লেখ্য, গত শনিবার (১২ জুলাই) এমএম মামুনুর রশীদকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আইডিইবির নড়াইল জেলা কমিটি ঘোষনা করা হয়।