নড়াইল প্রতিনিধিঃ
জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত। বুধবার ( ১৬ জুলাই ) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে সারাদেশের ন্যায় নড়াইলেও জাতিয় দিবস পালন উপলক্ষে স্মরণ সভা করেছে সংগঠণটি।নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, যুবদলের সভাপতি মশিয়ার রহমান,সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু,সদস্য সচীব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সাংগঠণিক সম্পাদক সৈয়দ রুবায়েত তুরশীদ শাথিল, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন গাজী,সদস্য সচীব নাহিদ হাসান পিয়ার,ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফ হাসান, কালিয়া থানা ছাত্রদলের সদস্য সচীব তরিকুল ইসলাম,সদর পৌর ছাত্রদলের সদস্য সচীব জয়নালসহ প্রমুখ !
এসময় বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্নস্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং স্মরণ সভায় শক্তিতে রুপান্তরিত করে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা যেকোন পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন.
Leave a Reply