রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
রায়পুর বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটিকে এক আনন্দঘন পরিবেশে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর শহরের একটি কমিউনিটি সেন্টারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা প্রধান উপদেষ্টা এ আর হাফিজল্লাহ, বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রায়পুর উপদেষ্টা ফজলুল করিম বলেন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে কার্যকরী পরিষদের সকল সদস্যদের নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক দোকান মালিক, ক্রেতা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। শেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।