সিংড়া (নাটোর) প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের সিংড়া উপজেলা শাখার উদ্যোগে আজ রবিবার (২০ জুলাই) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা সিংড়া কোর্ট মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় শুরু হওয়া এই সভায় স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আইনুল হক-এর সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম। তিনি তাঁর বক্তব্যে দলের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাহাবুবুর রহমান, উপজেলা সেক্রেটারি মুফতি রুহুল আমিন, এবং হাফেজ বেলালুর রহমান সহ অন্যান্য স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা দেশের বিভিন্ন সমস্যা সমাধানে খেলাফত মজলিসের ভূমিকা এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার ওপর জোর দেন। তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
উপস্থিত নেতাকর্মীরা সভার আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। আশা করা হচ্ছে, এই সভার মাধ্যমে সিংড়া উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
Leave a Reply