পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মল চন্দ্র পাইক এবং সাধারণত সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ আহম্মেদ মুনান। শুক্রবার পিরোজপুর জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
জেলা আইনজীবী সহকারী সমিতির বাকি নির্বাচিত সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ সোহাগ উজ্জামান ও বিজন চন্দ্র ঘরামী, সাংগঠনিক সম্পাদক পদে বরুন কুমার শীল, সাধারণ সদস্য পদে রেজভি আহম্মদ জাকির, সফিকুল ইসলাম জুয়েল, বকতিয়ার হোসেন সবুজ, বশির হাওলাদার, মোস্তফা লিটু, আব্দুল্লাহ মাতুব্বর।
নির্বাচনে মোট ২২৮ জন ভোটার ছিলেন এর মধ্যে ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এহছানুল কবির বাদল।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এহসানুল কবির বাদল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন প্রার্থীর কোন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায় নাই।