নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চর-শালিখা গ্রামে জোরপূর্বক জমি লিখে নিতে ব্যর্থ হয়ে এবং ৫ লাখ টাকা চাঁদার দাবিতে মোসা: কমোলা বেগম (৩৯) নামে এক নারীকে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১২টার দিকে শহরের রুপগঞ্জ এলাকার আশ্রম রোডে নড়াইল সাংবাদিক ইউনিয়নের অফিসে বর্বোরেচিত হামলা ও চাঁদাবাজির বিষয়টি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী কমোলা বেগম। নির্যাতনের শিকার কমোলা চর-শালিখা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সাইফুল শেখের স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমোলা বলেন,গত ১৭ জুলাই সন্ধ্যায় চরশালিখা গ্রামের মুরাদ শেখ ও নবীর শেখের নেতৃত্বে ১২-১৫ জন সন্ত্রাসী আমার নামে থাকা ১৫শতক জমি তাদেরকে লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। অন্যথায় ৫লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। আমি জমি ও টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে এবং শ্লীলতাহানি করে।ওই সন্ত্রাসীদের হাত থেকে আমার তিন শিশু ছেলে সন্তানও রক্ষা পায়নি।আমার দেবর তারিকুল মারপিট ঠেকাতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে চিহ্নিত ওই সন্ত্রাসীরা।ঘটনার পর সন্ত্রাসীদের ফের হামলার ভয়ে পালিয়ে চিকিৎসা নেন তিনি। তাদের ভয়ে চারসন্তান নিয়ে তিনি গত দুই সপ্তাহ যাবত বাড়িছাড়া হয়ে পালিয়ে অন্যত্র বসবাস করছেন।খুন-জখমের ভয়ে তিনি ছেলে মেয়ে নিয়ে নিজ বাড়ি ফিরতে পারছেন না।ওই সন্ত্রাসীরা আমার বাড়িতে থাকা দেড়শ মন ধান,গরু, বাঁশ, গাছগাছালিসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র বিক্রির পাঁয়তারা চালাচ্ছে এবং আমাকে জীবনে মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছে বলে জানান।আমাদের হামলার আগে একই গ্রামের দিলু শেখের গরু, সোহেল শেখের ভ্যান এবং উজ্জ্বলের ইজিবাইক জোরপূর্বক নিয়ে গেছে চিহ্নিত ওই সন্ত্রাসীরা।ভয়ে কয়েকটি পরিবার পাশ্ববর্তী গ্রামে গিয়ে বসবাস করছে। সন্ত্রাসীরা এতটাই বেপরোয়া ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না।তিনি নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।
এ ব্যাপারে মুরাদ শেখ ও নবীর শেখ জানান,আমরা কারোর কাছে চাঁদা দাবি করি নাই কিংবা জোরপূর্বক জমি লিখে দিতে বলিনি।আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম বলেন,কেউ সন্ত্রাসী, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকলে তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply