বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর অর্থনীতি বিভাগের রিসার্চ, সেমিনার, এন্ড ওয়ার্কশপ ক্লাব এবং ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের যৌথ উদ্যোগে আজ বুধবার ৩০ জুলাই “গবেষণা, উচ্চশিক্ষা ও একটি টেকসই কর্মজীবনের পথ” (Research, Higher Study & A Sustainable Career Path) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মাহমুদ বিল্ডিংয়ের ‘গ্যালারি রুমে’ বিকাল ৫টায় শুরু হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন। সেমিনার সেশন পরিচালনা করেন বেইজিং ইন্সটিটিউট অফ টেকনোলজির পিএইচডি গবেষক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান। তাঁর মূল্যবান বক্তব্যে তিনি গবেষণা ও উচ্চশিক্ষার বিভিন্ন দিক এবং একটি টেকসই কর্মজীবনের জন্য এর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসার্চ, সেমিনার এবং ওয়ার্কশপ ক্লাবের কো-অর্ডিনেটর ও অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দীন খালেদ। স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি শিক্ষার্থী সংসদের ভিপি মোঃ মেহেদী হাসান।
শিক্ষার্থীদের গবেষণা ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের পথ উন্মোচন করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য। সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply