প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস)-এর উদ্যোগে গঠিত হলো একটি বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক। বুধবার (৩০ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় মৎস্যজীবী, স্থানীয় সিবিও, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং যুবকদের অংশগ্রহণে নেটওয়ার্কটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন। তিনি বলেন, “এই নেটওয়ার্ক স্থানীয় জেলেদের টেকসই জীবিকা, খাসজমি ও জলাশয়ের ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার এবং ন্যায্য সেবা প্রাপ্তিতে কার্যকর ভূমিকা রাখবে।”
নেটওয়ার্কের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিএনআরএস-এর টেকনিক্যাল অফিসার (লিগ্যাল অ্যান্ড অ্যাডভোকেসি) আতিকুর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ পরিষদের ২১ সদস্যের সম্মতিতে ১৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন জনাব আবু সিদ্দিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব শাহজালাল ফরাজী।
নবনির্বাচিত সভাপতি আবু সিদ্দিক বলেন, “সিএনআরএস-এর এই উদ্যোগ তালতলীর প্রান্তিক মৎস্যজীবীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সবাই মিলে যথাযথভাবে পালনের চেষ্টা করবো।”
সভায় আরও উপস্থিত ছিলেন সিবিডিপি প্রকল্পের ম্যানেজার মোঃ রিয়াজুল ইসলাম এবং অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএনআরএস-এর তালতলী উপজেলা সমন্বয়কারী মোঃ তাজবীর এলাহী প্রমুখ।
নেটওয়ার্কটি বাস্তবায়িত হচ্ছে ফিসনেট প্রকল্পের আওতায়, ওশান গ্র্যান্টস প্রোগ্রাম, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোর্টিয়াম লিড সংস্থা ‘উত্তরণ’-এর আর্থিক ও কারিগরি সহায়তায়।
Leave a Reply