সাঁথিয়া প্রতিনিধি :
সাঁথিয়া পৌরসদরের চক কোনাবাড়িয়া (হাসপাতাল সংলগ্ন) এলাকায় অবস্থিত সাবিনকো ইউনানী ল্যাবরেটরিতে আজ মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।
অভিযানকালে লাইসেন্স বিহীনভাবে ওষুধ উৎপাদন, সংরক্ষণ এবং বিপণনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ (২,০০,০০০) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ল্যাবরেটরিটি সীলগালা করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়াই ইউনানী ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়াও, প্রতিষ্ঠানে যথাযথ পরিকাঠামো, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবল ছিল না। এসব অনিয়মের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।
জনস্বাস্থ্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
Leave a Reply