সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তুলসী রানী (৩৫) নামের দুই সন্তানের জননী। বৃহস্পতিবার রাতে তানোর পৌর এলাকার তালন্দ গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ বাগমারার বিরকয়া গ্রামের অনীল চন্দ্র প্রামাণিকের মেয়ে।
এ ঘটনায় স্বামী প্রদীপ চন্দ্র (৪৫) সহ তিনজনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আসামি করে মামলা দায়ের করেছেন গৃহবধূর পিতা। পুলিশ প্রদীপকে গ্রেপ্তার করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ১৮ বছরের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি স্বামীর অবিবাহিত দুই বোনের উচ্চশিক্ষা নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি চরমে ওঠে। বৃহস্পতিবার দুপুরে এক বাকবিতণ্ডার সময় স্বামী তাকে ধাক্কা দেন। এরপর গৃহবধূ অভিমানে একা ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান।
তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে এবং স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।