ইমন মিয়া,
জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি (২০২৫-২৮) গঠন করেছে। নতুন কমিটিতে যুগ্ম মহাসচিব হয়েছেন প্রবাসী পল্লী গ্রুপের জনসংযোগ ও মিডিয়া যোগাযোগ বিভাগের প্রধান এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ৩৬০ (sangbad360.com)-এর প্রকাশক ও সম্পাদক লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম (টিটো)। সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী মোসা. আছিয়া আক্তার ও মহাসচিব হয়েছেন মো. আলমগীর গনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মোসা. আছিয়া আক্তারের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পূর্বের কমিটির কারো কারোর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ থাকায় তা ভেঙ্গে দিয়ে সর্বসম্মতি ক্রমে ১০১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
নির্বাহী সভাপতি হয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য মো. শাহজাহান মোল্লা, সহ-সভাপতি অ্যাড. লুৎফর রশিদ রানা, আলী আজগর ইমন, রতন রায়, ইলিয়াস আহম্মেদ, খায়রুল ইসলাম, এমআর প্রিন্স, সিহাব উদ্দিন আহম্মেদ টিপু, বীর মুক্তিযোদ্ধা মুঞ্জুরুল হক, বঙ্গকবি লুৎফর রহমান, আব্দুল মজিদ।
এছাড়াও এম এ আকাশ, মুহাম্মাদ আবু মুসা, মামুন-অর-রশিদ, ছাব্বির আহম্মেদ সেন্টু, শাহীনুল ইসলাম শাহীন, মাসুদ আল সাগর, অ্যাড. জসিম উদ্দিন, একেএম রুবেলসহ অন্যান্য পদে বিভিন্ন নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মোছা. আছিয়া আক্তার বলেন, এই সংগঠনটি গড়ে উঠেছিল আমার স্বামী মরহুম আলতাফ হোসেনের শ্রম, স্বপ্ন ও আদর্শিক শক্তিতে। আজ যখন সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা হুমকির মুখে, তখন আমি বাধ্য হয়েই সংগঠনের হাল ধরার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত কারো বিরুদ্ধে নয়—এটি সংগঠনকে টিকিয়ে রাখার জন্য।
তিনি আরও বলেন, একটি সংগঠনের প্রাণশক্তি হলো তার সদস্যদের আদর্শিক ঐক্য ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব। আমি সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রবীণ নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আমরা মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করতে পারি।”
সিকদার টিটো বলেন, নতুন কমিটির মূল লক্ষ্য সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, সদস্যদের জন্য প্রশিক্ষণ, কল্যাণ ও সামাজিক সুরক্ষা কার্যক্রম চালু, গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।