নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের চর শালিখা গ্রামে চাঁদার দাবীতে মারধর, হত্যার হুমকি, বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাবের ঘটনাকে আড়াল করতে এবং থানা, আর্মি ক্যাম্পে দেওয়া অভিযোগের হাত থেকে বাচতে কথিত পরকিয়া ও জমি লিখে নিয়ে বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করিয়েছে স্থানীয় সন্ত্রাসী মুরাদ শেখ ও তার সন্ত্রাসী বাহিনী।
তার নানী ছিয়ারুন নেছা ও তার আত্মীয় স্বজনদের কাছ থেকে চাপ সৃষ্টি করে বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী কমলা বেগম।
ভুক্তভোগী কমলা বেগম বলেন, গত ৫ ই আগস্টের পর মুরাদ ও নবীর শেখ ও তার সহযোগীরা চর শালিখা গ্রামে তাদের আধিপত্য বিস্তার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, চর শালিখা গ্রামের দিলু শেখের গরু সোহেল শেখের ভ্যান, এবং উজ্জলের ইজিবাইক জোর পূর্বক ছিনিয়ে নেয় মুরাদ শেখ ও তার বাহিনী।তাদের ভয়ে অনেকই পাশ্ববর্তী গ্রামে গিয়ে বসবাস করছে।
গত ১৭ ই জুলাই সন্ধা সারে সাতটার দিকে মুরাদ ও নবীর শেখের নেতৃত্বে আরও ১০ / ১২ জন সন্ত্রাসী আমার বাড়িতে এসে ঘরে প্রবেশ করে আমার কাছে পাঁচ লাখ টাকা চাদা দাবী করে, আমি দিতে অস্বীকার করলে মুরাদ, নবীর আমাকে বেধরক মারপিট করে এসময় আমার ছেলেরা আমাকে বাচাতে আসলে তাদেরও মারধর করে,এবং আমাদের ঘর থেকে বের করে বসত ঘরে তালা মেরে দেয়, আমি ছেলেদের নিয়ে বাড়ি থেকে রাতের আধারে চলে আসতে বাধ্য হই। সন্ত্রাসীদের ভয়ে গোপনে চিকিৎসা করাই।
গত ৩০ শে জুলাই আমার উপর হামলা ও চাদা দাবীর ঘটনায় নড়াইল আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করে নড়াইলে সংবাদ সম্মেলন করি।
নড়াইল সদর আর্মি ক্যাম্পের পরামর্শে প্রথমে নড়াইল
সদর থানায় অনলাইনে জিডি ও পরবর্তীতে লিখিত অভিযোগ করি।
এই সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ দেওয়ার কারনে মুরাদ ও তার সন্ত্রাসী বাহিনী আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া সহ আমাকে প্রান নাশের হুমকি দেয়।
গত ২ রা আগস্ট মুরাদ ও নবীর শেখ গং তাদের অপরাধ ঢাকতে চর শালিখা গ্রামের পশ্চিম পারা ও তাদের দোসরদের ডেকে মানব বন্ধন করেছে, যেখানে আমাদের বাড়ির আসে পাশের কেউ উপস্থিত ছিলনা,এবং আমার নানী মামা,মামাত ভাইকে দিয়ে জোর করে মিথ্যা বলতে বাধ্য করেছে। আমার নানী ২০১৫ সালে তার জমি থেকে পনের শতক জমি আমার নামে লিখে দেয়।
আর বাকি জমি তার ছেলে ও তার নাতীকে লিখে দিয়েছে,আমি আমার নানীর দেখা শোনা সব সময় করেছি, কিন্তু গ্রামের মুরাদ, নবীর শেখের মত কিছু অমানুষ আমার ক্ষতি করার জন্য আমার নানীকে ফুসলিয়ে আমার বাড়ি থেকে বের করে নিয়ে আমার বিরুদ্ধে ষরযন্ত্র শুরু করে।
এবং ১৭ তারিখে আমার উপর অমানবিক নির্যাতন চালায়, তারা আমার দেবরকে নিয়ে বাজে কথা বলেছে, যা ভাষায় প্রকাশ করার মত না, আমার শাশুড়ী যখন মারা যায় তখন সে ছোট, আমি কোলে পিঠে করে সন্তানের স্নেহে তাকে মানুষ করেছি,সে আমার ছেলের মত।
আমি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মুরাদ, নবীর গংদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।