বিশেষ প্রতিনিধি
সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি দিলেন গাইবান্ধার এক আনসার সদস্য। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ী মাষ্টারপাড়া গ্রামে আনসার সদস্য মো. জিয়াউর রহমান ও তার ভাই জিল্লুর রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র সক্রিয় রয়েছে। অভিযোগ উঠেছে, তারা নিজেদের আনসার পরিচয় ব্যবহার করে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গেল এবছরের ১৫ জুন জিয়াউর রহমান ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন-এর সহসম্পাদক ও ক্যাট জার্নালিস্ট কমিটি বাংলাদেশ-এর সদস্য সচিব মুক্তা মিয়াকে মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকি দেন।
পরবর্তীতে এ বিষয়ে নিরাপত্তা চেয়ে সাংবাদিক মুক্ত মিয়া ২২ জুন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শককে অবগত করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরদিনই জিয়াউরের ছোট ভাই ও মাদকাসক্ত জুয়েল রানা এবং তার সহযোগীরা বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা শাখা অফিসে হামলা চালায়। খবর পেয়ে সেনাবাহিনী, ডিবি ও এনএসআই সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে তাদের হামলা-ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেমে থাকেনি।
পরবর্তীতে এ ঘটনা কে কেন্দ্র করে শনিবার (৯ আগস্ট) বিকেলে আনসার সদস্য জিল্লুর রহমান ও তার ভাড়াটে সন্ত্রাসীরা গাইবান্ধার বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আজিজার রহমানের পরিবারের ওপর সশস্ত্র হামলা চালান।
স্থানীয়দের অভিযোগ, জিয়াউর রহমান ঢাকায় আনসারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে গা-ঢাকা দিয়েছেন। তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল।
সাংবাদিক মহল ও সচেতন মহলের দাবি, আনসার বাহিনীর ভাবমূর্তি রক্ষার্থে মো. জিয়াউর রহমানকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আনসারের মহাপরিচালকের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
Leave a Reply