নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে লটারীর মাধ্যমে ও এম এস ডিলার নির্বাচিত হলেন ডাবলু ফকির।
১১ ই আগস্ট সোমবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আউড়িয়া ইউনিয়নের সাতজন আবেদনকারীর উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়,
লটারিতে আউড়িয়া ইউনিয়নের ডাবলু ফকির
ও এম এস ডিলার হিসেবে নির্বাচিত হন,
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ ডি সি জেনারেল লিঙ্কন বিশ্বাস,
জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও নড়াইল জজ কোর্টের পিপি আব্দুল হক,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাশ চন্দ্র মুখার্জি, দৈনিক ভোরের পাতা ও আর জে এফ এর সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন কুমার দাস, দ্য ডেইলি পোষ্ট পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক শাকিল আহমেদ
সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
উল্লেখ্য গত ৭ ই আগস্ট মোঃ শামীম বিল্লাহ উক্ত ইউনিয়নের ও এম এস ডিলার হিসেবে নির্বাচিত হন, কিন্তু তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারনে আউড়িয়া ইউনিয়নে ও এম এস ডিলার শুন্য হয়ে পরে, শুন্য স্থান পূরনের জন্য বাকী আবেদন কারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ডাবলু ফকির ও এম এস ডিলার নির্বাচিত হন।