বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের ধুমপাড়ায় ভুয়া কবিরাজ বাবুল শেখের মানবসেবা চিকিৎসালয় খুলে রোগীদের বোকা বানানোসহ প্রতারণার সাম্রাজ্য ফাঁস। কবিরাজী ও চিকিৎসার নামে , মানব কল্যাণ, মানব সেবার আড়ালে দীর্ঘ দিন ধরে সুকৌশলে নানাভাবে রোগীদের সাথে প্রতারণা ছলচাতুরী তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগী অনেকেই। ৭ বছর ধরে অসংখ্য মানুষ আর্থিক শারীরিক মানসিক ক্ষয়ক্ষতির শিকার। কুসংস্কারপ্রবণ অন্ধ বিশ্বাসে হতবাক সচেতন নাগরিক জনসাধারণ।
ধুমপাড়া এলাকার সাগরপাড় রোডের পাশে অবস্থিত একটি ছোট প্লাস্টিকের দোকানের আড়ালে লুকিয়ে ছিল এক দীর্ঘদিনের গোপন প্রতারণার চক্র। ভুয়া কবিরাজ বাবুল শেখ দীর্ঘ সাত বছর ধরে অসহায় ও কুসংস্কারপ্রবণ মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যার “সমাধান” দেয়ার নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
গত ৯ আগস্ট বিকেল ৪টার দিকে অনুসন্ধানী সাংবাদিকদের গোপন অভিযানে ধরা পড়েন বাবুল শেখ নিজেই, যখন তিনি রোগীর সামনে তাবিজ-কবচ তৈরি করছিলেন। সেখানে উপস্থিত ছিলেন অসুস্থ একজন রোগী, যিনি বাবুলের প্রতারণার ফাঁদে পড়ে উন্নত চিকিৎসার পরিবর্তে অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাহায্য চাইছিলেন।
সাংবাদিকদের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, বাবুল শেখ রহস্যময় গুঁড়া, পুরনো কাপড়, কোরআন শরীফের স stand ন্ড, মন্ত্র লেখা কাগজ ও নানা ধরনের তাবিজ-কবচ ব্যবহার করে অসংখ্য মানুষের ভরসা ভেঙে দিয়েছেন।
স্থানীয়রা জানান, গত সাত থেকে দশ বছর ধরে এই ভুয়া কবিরাজের ফাঁদে বহু মানুষ পড়েছে। তাদের মধ্যে অনেকেই সামাজিক লজ্জা বা ভয়ের কারণে অভিযোগ করতে পারেননি। বাবুল শেখ সংসারের অশান্তি, সন্তান না হওয়া, বিভিন্ন জন্ডিস ও লিভার সমস্যাসহ জটিল অসুস্থতার জন্য ‘যাদু-টোনা’ সমাধান দাবি করতেন এবং প্রতিবার মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
এই ঘটনা প্রশাসনের নজরেও এখনো আসেনি। তবে অনুসন্ধানী সাংবাদিকরা সম্পূর্ণ ভিডিও ও সাক্ষাৎকার সংগ্রহ করেছেন, যা প্রকাশের সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হতে পারে।
সাংবাদিক সমাজ এ ধরনের প্রতারণা বন্ধে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে। তারা বলেছে, এই ধরনের ভুয়া কবিরাজরা শুধু অর্থ হাতিয়ে নিচ্ছে না, মানুষের মানসিক শান্তি ও সামাজিক মর্যাদাকেও ধ্বংস করছে।
সচেতন দর্শক ও শ্রোতাদের প্রতি বার্তা—ভুয়া কবিরাজ বা ওঝার ফাঁদে কখনো পড়বেন না। রোগের সঠিক চিকিৎসা নিন, যোগ্য ডাক্তার ও আইনি পন্থায় সমস্যার সমাধান করুন।
“আমরা আপনাদের জানাচ্ছি, স্বাস্থ্য ও জীবন জীবিকার প্রতারকদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সময় এসেছে। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং এই কালো ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিশ্চিত করে।” “ভুয়া ওঝা-কবিরাজদের ফাঁদে পা দেবেন না, জীবন ও অর্থ বাঁচান।”
ধুমপাড়ার গোপন ঘরে বাবুল শেখের প্রতারণার সামগ্রী,,রোগীর সামনে তাবিজ বানানো বাবুল শেখ,,রহস্যময় গুঁড়া, মন্ত্র লেখা কাগজ ও তাবিজ-কবচ অনুসন্ধানী সাংবাদিকদের গোপন অভিযান ও ভিডিওর দৃশ্য
Leave a Reply