নড়াইল প্রতিনিধিঃ
গাজীপুর জেলার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে নড়াইলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ ই আগস্ট সোমবার বেলা ১১ টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নড়াইল জেলার সাংবাদিক মহলের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নড়াইলের বিশিষ্ট সমাজ সেবক ও সিনিয়র সাংবাদিক উজ্জ্বল খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক
শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, নিউজ টোয়েন্টিফোর ও আমার দেশ পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, আর টি ভি’র সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, নড়াইল রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) এর সভাপতি সজল খান, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দ্য ডেইলি পোষ্ট পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি শাকিল আহমেদ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
এ সময় বক্তারা তুহিন হত্যায় জড়িত আসামীদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসীর রায় ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানান।
Leave a Reply