নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বায়জিদ শেরশাহ লিংক রোড সংযোগস্থল ও শেরশাহ-বাংলাবাজার চৌরাস্তার মোড়ে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ, রাস্তার দুই পাশে স্পিড ব্রেকার স্থাপন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং পুলিশ বক্স পুনঃস্থাপনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরশাহ সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
আজ ১৫ আগস্ট, শুক্রবার, পবিত্র জুমার নামাজ শেষে শেরশাহ বাংলাবাজার চৌরাস্তার মোড়ে স্থানীয় এলাকাবাসী ও জামায়াতের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, জামায়াতের শেরশাহ সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল আজিজ মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি জনাব নুরুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা বলেন, "শেরশাহ-বাংলাবাজার সংযোগস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ অতি জরুরী। এটা এলাকার মানুষের প্রাণের দাবি। প্রতিদিন হাজার হাজার নারী শ্রমিক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। এই অবস্থার অবসান ঘটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ অতি জরুরী।"
অন্যান্য বক্তারা বলেন, “এই চৌরাস্তা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন অসংখ্য যানবাহনের চলাচলে রাস্তা পারাপার হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে অনেক দুর্ঘটনায় তাজা প্রাণ হারিয়েছে। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে।”
বক্তারা আরো বলেন, দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ, স্পিড ব্রেকার স্থাপন, উন্নত ট্রাফিক ব্যবস্থার বাস্তবায়ন এবং পুলিশ বক্স পুনঃস্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এলাকাবাসী এবং সচেতন মহলের দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবার শ্রেষ্ঠ কর্তৃপক্ষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।