অনলাইন ডেস্ক
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান ও বাবরের খালাস বাতিল চাইল রাষ্ট্রপক্ষ
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। আজ সুপ্রিম কোর্টে এ মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, একই আসামির বিরুদ্ধে একই ঘটনায় একাধিক বিচার পরিচালনা করা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। তারা দাবি করেন, মুফতি হান্নানকে কন্ডেম সেল থেকে এনে দ্বিতীয় দফায় যে স্বীকারোক্তি নেওয়া হয়, সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়া দীর্ঘ সময় টিএফআই সেলে বন্দি রেখে জোরপূর্বক নেওয়া জবানবন্দীও আদালতে টিকবে না।
আইনজীবীরা অভিযোগ করেন, মামলার তদন্ত প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং উদ্দেশ্যমূলকভাবে কিছু আসামিকে সাক্ষী বানানো হয়েছে। তাদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানকে মামলায় জড়ানো হয়েছে।
রাষ্ট্রপক্ষ বলছে, ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং ভিকটিমদের জন্য সঠিক বিচার চাই। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করছেন, তদন্তের অসঙ্গতি এবং জোরপূর্বক জবানবন্দীর কারণে মামলাটি প্রশ্নবিদ্ধ।
আদালতে আজ সারাদিন শুনানি চলার পর আগামীকাল আবারও যুক্তি উপস্থাপন করা হবে।