সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সাবেক স্বামীকে হত্যা করে শয়নকক্ষের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগে সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ীকে আটক করেছে থানা পুলিশ বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এমন চাঞ্চল্যকর হত্যার ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩০)। সে চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে নানা ধরনের গুঞ্জন। তবে হত্যা করা হয়েছে এমন গুঞ্জন বেশি শোনা যাচ্ছে মানুষ মুখে।
ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই পাড়া গ্রামের সুলতান হোসেনের মেয়ে চাঁদনী বেগম(৩০) সাথে প্রায় ১২বছর আগে বিয়ে হয় বেলাল হোসেনের। এতে করে তাদের সংসারে জন্ম নেয় দুটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান। কিন্তু তাদের সংসার জীবনে কলহ বিবাদ লেগেই থাকতো। ফলে প্রায় দুই বছর পূর্বে তাদের কোর্টের মাধ্যমে ডির্ভোজ হয়ে যায় এবং ডিভোর্সের কারণে বিজ্ঞ আদালতে খোরপোষের মামলা চলমান রয়েছে। অন্যদিকে নিহত যুবক বেলাল হোসেন দ্বিতীয় বিয়ে করে সংসারও করছিলেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে নিহত বেলাল হোসেন তার সন্তানদের দেখতে সাবেক শশুর বাড়িতে স্ত্রীর কাছে যান।
এসময় স্ত্রী ও শশুর শাশুড়ীর সাথে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে বেলালের স্ত্রী ও শশুর শাশুড়ীরা বেলাল কে মারধর করে। যা বেলাল ফোন করে তার বন্ধুদের কে বিষয়টি জানান। কিন্তু সকালে লোকজন বেলালের শশুর বাড়িতে গিয়ে দেখতে পায় বেলাল শয়নকক্ষে ফ্যানের সাথে শাড়ি পেচিয়ে ঝুলে আছে। এসময় লোকজনের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে ফ্যান থেকে লাশ নামানো হলে লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। যার জন্য হত্যা সন্দেহে নিহত বেলালের সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ীকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
এবিষয়ে নিহত যুবক বেলাল হোসেনের পিতা আব্দুল মতিন বলেন, আমার ছেলেকে হত্যা করে তার স্ত্রী ও শশুর শাশুড়ীরা তাদের ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। আমি হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে অন্যরা এমন জঘন্য কাজ করতে সাহস না পায়।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিক ভাবে এঘটনা কে হত্যা বলে মনে হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply