নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্রকাঠামো ও সংস্কারের ৩১-দফা' রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে নাটোর-৩ (সিংড়া) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষ থেকে সিংড়ার ডাহিয়া ইউনিয়নে প্রচার কার্যক্রম চালানো হয়েছে।
ডাহিয়া ইউনিয়নের বিয়াশ ও ঠোংঙ্গাপাকুরিয়া সহ বিভিন্ন গ্রামে এই প্রচারণায় লিফলেট বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে ডাহিয়া ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাহিয়া সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আমজাদ হোসেন,মজিবুর রহমান, আবুল হাসান, জয়নাল আবেদীন, মাহাবুব রহমান, সবুজ ফকির, ইনজামামুল হক জুয়েল প্রমুখ।