নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে পুর্ব শত্রুতার জের ধরে দুইজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
২৬ সে সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে চান মিয়া শেখের ছেলে নুর নবী শেখ (৩৫) ওমৃত আব্দুল হক মোল্যার ছেলে কামরুল মোল্যা ( ৪০) কে কুপিয়ে মারাত্মক জখম করে কোমখালী পূর্ব পাড়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে রমজান শেখ (৩৫), মৃত – ধলা শেখের ছেলে সিদ্দিক শেখ (৫৫), রমজান শেখের স্ত্রী সাহিনা বেগম(২৮) সহ অজ্ঞাত আরো কয়েকজন।
আহত নুর নবী শেখ (৩৫) ও কামরুল মোল্যা ( ৪০) কে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট্য হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।
হামলার ঘটনায় আহত ভুক্তভোগীদের ভাই ও ভাতিজা আলী কদর শেখ(৩২), পিতা – চান মিয়া শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা করেন যার নং ২৭, তাং ২৬/০৯/২০২৫।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলামের তৎপরতায় ২৬ তারিখ রাতেই অভিযান চালিয়ে ১ নং অভিযুক্ত আসামী রমজান শেখ (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় নড়াইল সদর থানা পুলিশ।
২৭ সে সেপ্টেম্বর আসামী রমজান শেখ কে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য আসামী রমজান শেখ নড়াইল সদর থানার আরো চারটি মামলার এজাহার ভুক্ত আসামী।
Leave a Reply