ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর মালমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বর্তমান কমিটি বাতিল ও সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেনকে প্রতারণার দায়ে শাস্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
প্রধান শিক্ষক জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার নামে ৩৩ শতাংশ জমি দান করা হয়। ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং নিয়মিতভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন।
বেতন-ভাতা না থাকায় জীবিকার প্রয়োজনে ২০২৩ সাল থেকে সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেনকে দায়িত্ব দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করি। এই সুযোগে সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন ২০২৫ সালে তার অজান্তে মাদ্রাসার কোড ও স্বীকৃতি নবায়নের সময় প্রধান শিক্ষক পদ থেকে তাকে বাদ দিয়ে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দেখান এবং একটি নতুন কমিটি গঠন করেন। পরবর্তীতে উক্ত কমিটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করে স্বাক্ষর করিয়ে নেন।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রধান শিক্ষক জহুরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি মাদ্রাসার বর্তমান কমিটি স্থগিত এবং প্রতারণার দায়ে সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেন কে বার বার তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নাই।