সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে “রাজশাহীর তানোরে মন্দির ভাঙার হুমকিতে আতঙ্কে দুর্গাপূজা” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যমূলক।
আমার (জহুরুল ইসলাম জহীর) বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে—আমি নাকি দেবত্তর সম্পত্তি দখলের চেষ্টা করছি এবং মন্দির ভাঙার হুমকি দিয়েছি—এটি সম্পূর্ণ মিথ্যা। আমি কখনোই মন্দির ভাঙার মতো উগ্র কোনো বক্তব্য দিইনি। বরং উক্ত জমি আমাদের পারিবারিক উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত, যার মালিকানা সংক্রান্ত বৈধ দলিল-দস্তাবেজ আমার কাছে রয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
আমি একজন আইন মান্যকারী নাগরিক। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার মতো কোনো কাজ আমি কখনো করিনি এবং ভবিষ্যতেও করব না। প্রকাশিত সংবাদ আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে প্রকাশ করা হয়েছে।কিছু কুচক্র মহল আমার নামে মিথ্যাচার করছে বিগত দিনগুলো তেউ এভাবে আমাকে হ্যারেজমেন্ট করে আসছে আমি (জহুরুল ইসলাম জহীর)আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ও প্রশাসনের কাছে সুস্থ বিচারের দাবি করছি।যাতে আগামী দিনগুলোতে যাতে তারা এরকম আর কোন কাজ না করতে পারে।
আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি—অযাচিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য।