পিরোজপুর প্রতিনিধিঃ-
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির আহ্বায়ক মোঃ জুয়েল শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাকের পার্টি সবসময় শান্তি, সম্প্রীতি ও সত্যের রাজনীতিতে বিশ্বাসী। দেশ ও জাতির কল্যাণে এ দলের অবদান অনস্বীকার্য। তারা সমাজ গঠনে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত হয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।
সবশেষে জাতীয় শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply