ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
ইসলামপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান।
বুধবার (১ অক্টোবর) সন্ধায় পৌর শহরের কৈবতপাড়া, পোদ্দারপাড়া, গোবিন্দবাড়ি, সেনবাড়ি,হরিসভাসহ ১৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজা আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য শুভকামনা জানান।
তার সাথে এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
মেয়র পদপ্রার্থী নাজিম হোসেন নোমান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সাহায্য ও সহযোগীতা সব সময় থাকবে।
Leave a Reply