সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেববাজার জিরো পয়েন্টে রোববার দুপুর ১২টার দিকে “নিরাপদ সড়ক চাই” আন্দোলনের মধ্যে রাজশাহী শাখার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌহিদ হাসান টিটু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন এবং উপসহকারী প্রকৌশলী ডা. আমানুল্লাহ আহমেদ আবিদ।
বক্তারা তাদের বক্তব্যে রাস্তা নিরাপত্তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। একটি সড়ক দুর্ঘটনা পুরো জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। তাই পথচারীরা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার করবেন না, রাস্তার ডান পাশ দিয়ে চলাচল করবেন, এবং ট্রাফিক আইন ও রোড সাইন মেনে চলবেন।”
অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনার বৃদ্ধি প্রসঙ্গে বক্তারা বলেন, “যত গতি তত ক্ষতি। গতি মেনে চললে দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। গাড়ি চালানোর আগে ব্রেক, লাইট ও হর্ন পরীক্ষা করা, প্রশিক্ষণবিহীন বা হেলপার দ্বারা গাড়ি চালানো এড়িয়ে চলা, ঘুম চোখে গাড়ি চালানো বা মোবাইলে কথা বলা থেকে বিরত থাকা প্রয়োজন।”
বক্তারা আরও বলেন, “সর্বদা আইন মেনে চলা, নিরাপদে ঘরে ফেরা এবং সম্মিলিতভাবে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য হওয়া উচিত।”