সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর কাটাখালী এলাকায় র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫৩ কেজি ৮৫০ গ্রাম অবৈধ গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড।
র্যাব জানায়, কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজান দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজার চালান এনে রাজশাহীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল গত ৪ অক্টোবর রাত ১২টা ৩০ মিনিটে নওগাঁ জেলার মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয়— ১️. মোঃ আশাদ খাঁ (২১), পিতা-মোঃ এনায়েত খাঁ, মাতা-মোসাঃ লেবিনা বেগম, সাং-শিরোইল, থানা-বোয়ালিয়া; ২️. মোঃ মেহেদী হাসান (২৪), পিতা-মৃত পালু মন্ডল; ৩️. মোছাঃ সাবিনা বেগম (৪০), পিতা-মৃত পলান, স্বামী-মৃত পালু মন্ডল; উভয় সাং-মিরকামারী পশ্চিমপাড়া, থানা-কাটাখালী, রাজশাহী মহানগর।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে কার্টুনের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় গাঁজার বিশাল চালান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, উদ্ধারকৃত গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান। তার নির্দেশে তারা গাঁজার ডেলিভারি দিত। পরবর্তীতে র্যাব সদস্যরা জেসমিনের বাড়িতে অভিযান চালালেও সে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও পলাতক আসামি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে আসছিল। র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়— “দেশ থেকে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতিটি মানুষকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।” এ ঘটনায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।