সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
অপরাধ দমন, ন্যায়বিচার ও জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী তানোর থানার পুলিশের তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন । মানবিকতা, সততা ও
পেশাদারিত্বের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন এক জনবান্ধব পুলিশ প্রশাসন।
২০২৫ সালের মার্চ মাসের ২ তারিখে তানোর থানায় পুলিশে যোগদানের পর থেকেই তিনি অপরাধ দমন ও নাগরিক সেবায় দেখিয়েছেন দক্ষতা ও আন্তরিকতা। তার নেতৃত্বে থানার এসআই, এএসআই ও নারী পুলিশ সদস্যরা কাজ করছেন নিরলসভাবে। ফলে থানায় বেড়েছে জনআস্থা ও নিরাপত্তাবোধ।
সম্প্রতি এক বৃদ্ধা নারীর পাওনা টাকা সংক্রান্ত অভিযোগে তিনি নিজে উপস্থিত থেকে উভয় পক্ষের সমঝোতায় বিষয়টির শান্তিপূর্ণ মীমাংসা করেন-যা তার মানবিকতার এক দৃষ্টান্ত।
স্থানীয়রা বলেন, "ওসি আফজাল হোসেন শুধু প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন সেবক-মানবিকতার প্রতীক।
তানোরের স্থানীয় লোকজন আরো বলেন, অভিযোগ শুনতে ওসি স্যারের ধৈর্য ও সহানুভূতি সত্যিই প্রশংসনীয়।
নিজের বক্তব্যে ওসি আফজাল হোসেন বলেন, মানুষের সেবাই আমার জীবনের লক্ষ্য। রাজশাহী তানোর থানার পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্যারের দিকনির্দেশনায় আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছি।"