মোহাম্মদ মাসুদ
হাটহাজারীতে হেফাজত নেতা কেন্দ্রীয় নির্বাহী সদস্য
স্বৈরাচার সরকারের গুম কারানির্যাতিত মাওলানা সোহেল চৌধুরী বাসের ধাক্কায় পরিকল্পিত হত্যা দাবী করে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে তিন ঘণ্টা অবরোধ শান্তিপূর্ণ প্রতিবাদ জানান হেফাজত ইসলামের নেতাকর্মীরা।
গতকাল (৭ অক্টোবর) রাউজানের গহিরায় সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যুতে (৮ অক্টোবর) সকাল ৭:৩০টা থেকে মহা সড়কে বিভিন্ন স্থানে অবরোধ শুরু হয়।হাটহাজারীতে হেফাজতে ইসলাম শাখার ডাকা সড়ক অবরোধ কর্মসূচি সমঝোতায় প্রত্যাহার করা হয়।
গতকাল রাউজানে দুর্ঘটনার পরে হাসপাতালে নিলে মৃত্যু হয়। তার মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে দলটি।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, হেফাজত নেতা সড়ক দুর্ঘটনায় নিহতর ঘটনায় তাঁর কিছু সমর্থক হাটহাজারীতে সড়ক অবরোধে পরিস্থিতি স্বাভাবিক ও কোন রকম সংঘর্ষ হয়নি। বিষয়টি আলোচনা করে সমযতায় সমাধান হয়েছে।
উপজেলা প্রশাসন (হাটহাজারী) উপজেলা নির্বাহী মোহাম্মদ আব্দুলাহ আল মুমিন বলেন, উপজেলা প্রশাসন ও বাস মালিক সমিতির সঙ্গে নিহতের পরিবারের বৈঠকে সমঝোতায় নিহতের পরিবারকে বাস মালিক সমিতি ২ লাখ ও সরকারের পক্ষে ৫ লাখ টাকা সহায়তা সহ নিহত পরিবারের প্রতি সব রকমের সহায়তার সহযোগীতার আশ্বাস দেওয়া হয়। সমঝোতায় শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। অবরোধ প্রত্যাহার করা হয়। পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক।
হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী জানিয়েছেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং হাটহাজারী মডেল থানার ওসিসহ প্রশাসনের আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
হেফাজতের ডাকা অবরোধ প্রত্যাহারে বর্তমানে যান চলাচল স্বাভাবিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা পুলিশ।