সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে সরকার নির্ধারিত ৩০ কেজি চাউল প্রদানের প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারী স্থানীয় বাসিন্দা মোঃ হুমায়ন কবির উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দাখিল করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই বিশেষ চাউল বরাদ্দ দিলেও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিতরণের সময় সম্পদশালী ও প্রভাবশালী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন।
তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, মাষ্টার রোল নং ১৬–এর মোসাঃ মাহমুদা খাতুন (জাতীয় পরিচয়পত্র নং: ১৯৮৯৮১১৯৪২৭৭৬৪৪৩০৩), স্বামী মোঃ মুকুল, যিনি কলমা ইউনিয়নের কেওয়াপাড়া গ্রামের বাসিন্দা, অথচ বাধাইড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাউল কার্ডের সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। অভিযোগকারীর দাবি, মাহমুদা খাতুন বিত্তশালী পরিবারের সদস্য, অথচ তিনি অসহায়দের প্রাপ্য বরাদ্দ থেকে অন্যায়ভাবে সুবিধা নিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত মাহমুদা খাতুনের স্বামী ও কলমা ইউনিয়নের বিএনপি নেতা মুকুল বলেন, “আমার স্ত্রীর বাপের বাড়ি বাধাইড় ইউনিয়নে। তাই ওখান থেকে চাউল কার্ড করা হয়েছে। এতে কোনো অনিয়ম নেই।” তবে অভিযোগকারী দাবি করেন, প্রশাসন তদন্ত করলে আরও অনেক বিত্তশালী পরিবারের নাম সামনে আসবে, যারা অবৈধভাবে এই সুবিধা পাচ্ছেন।
স্থানীয়রা জানান, এভাবে প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রকৃত অসহায়রা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply