সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাজুড়ে প্রতিনিয়ত বেড়ে চলেছে মাদকের ব্যবসা ও সেবন। এর ফলে ক্রমশ অশান্ত হয়ে উঠছে জনজীবন, আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চলছে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় মদের অবাধ বেচাকেনা । এলাকাবাসীর অভিযোগ এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি ও কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে এই মাদক ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছে।
এলাকাবাসীর ক্ষোভ গোদাগাড়ী পৌর এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান,
প্রতিদিন সন্ধ্যার পর যুবকরা বিভিন্ন স্থানে মাদক সেবন করে। প্রশাসনের চোখের সামনে এমন কার্যক্রম চললেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া
হচ্ছে না।
অনেকেই দাবি করেছেন, মাদকসেবীদের কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধও বেড়েছে। ফলে শিক্ষার্থীরা ও তরুণ সমাজ বিপথগামী হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এ বিষয়ে গোদাগাড়ী থানা পুলিশ জানায়।
আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজের সবাই সহযোগিতা করলে মাদক নির্মূল সম্ভব।
সমাজের দাবি: কঠোর ব্যবস্থা প্রয়োজন
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজের দাবি মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে, একইসঙ্গে প্রশাসনকে দৃঢ় অবস্থান নিতে হবে যেন এই অভিশাপ থেকে এলাকা মুক্ত হয়।