নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে ১২ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা জনপ্রিয় মেসেজিং অ্যাপ ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন আর্থিক প্রতারণা ও জালিয়াতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
অভিযানকালে তাদের হেফাজত থেকে সাইবার জালিয়াতির কাজে ব্যবহৃত ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারের পর আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply