সাঁথিয়া প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় পরকীয়া প্রেমের স্বীকৃতি না পেয়ে প্রেমিকার বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া নামক গ্রামে। এ ঘটনায় বিবাহিত প্রেমিকা পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার সামান্য পাড়া গ্রামের আহাদ শেখের ছেলে প্রবাসী আরিফ শেখের স্ত্রী রত্না খাতুন (২৫) এর সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় পাবনা সদর উপজেলার খয়েরসুতী গ্রামের ইমাম প্রামানিকের ছেলে স্বপন (৩৫) ।
তাদের মন দেয়া-নেয়া চলে দীর্ঘদিন ধরে। প্রেমিক স্বপন বিয়ের জন্য রত্নাকে চাপ দিতে থাকেন। রত্না অস্বীকৃতি জানালে স্বপন রত্নার বাড়িতে এসে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেখা যায় ভিডিওতে মৃত্যুর পূর্বে প্রেমিক স্বপনের বেঁচে থাকার আকুতি।
গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করলেও তাকে স্থানীয় ও প্রেমিকার পরিবারের একজন সদস্য বা প্রতিবেশী কেউ সময়মত এগিয়ে আসেনি। স্থানীয়রা দাঁড়িয়ে স্বপনের মৃত্যুকে বিনোদন হিসেবে উপভোগ করেছে।এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।