সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ” স্লোগানে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর সদস্য সংগঠন বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস এর আয়োজনে এবং এইড ফাউন্ডেশন এর সহযোগিতায় আজ ৯ অক্টোবর, সকাল ১১টাই নগরীরর মিয়াপারাস্থ বরেন্দ্র কলজের সামনে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, রাজশাহী সিটি কর্পোরেশন, লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন ও মোঃ ফারুক হোসেন, সচিব, বাংলাদেশ কিল্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী মহানগর।
মানববন্ধনে “কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ” এই ¯স্লোগানে যার মাধ্যমে কৃষি জমির মারাত্বক ক্ষতি সাধন হচ্ছে যার ফলে খাদ্য সংকট দেখা দিবে বা দিচ্ছে। জাতীয় তামাক মুক্ত দিবসের অঙ্গিকার হোক প্রতিটি পরিবারে সদস্যরা সচেতন হই এবং নিজ নিজ পরিবার থেকে তামাক কে না বলি এবং তামাকর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।
মানব বন্ধনে এ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন, রানীবাজার বালিকা বিদ্যালয়র শিক্ষক (অব:) মোঃ সেকেন্দার হোসেন, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার, প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহমেদ সহ বরেন্দ্র কলেজের শিক্ষার্থী ও পিনাকল স্টাডি হোমের শিক্ষকবৃন্দ মানববন্ধেনে অংশগ্রহণ করেন।
Leave a Reply