সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
সম্প্রতি ভবানীগঞ্জ খাদ্যগুদামে প্রায় তিন কোটি টাকার নিম্নমানের চাল কিনেন।
নিম্নমানের পচা ও তামাটে চাল কেনার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জয়নাল মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।বাচ্চু মিয়া উপ-খাদ্য পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। তাঁকে খাদ্য পরিদর্শকের পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও একই দপ্তরে একাধিক পরিদর্শক কর্মরত ছিলেন। সম্প্রতি ভবানীগঞ্জ খাদ্যগুদামে প্রায় তিন কোটি টাকার নিম্নমানের চাল কেনার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাচ্চু মিয়ার চাকরিজীবন ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী, জনস্বার্থে তাঁকে বাধ্যতামূলক অবসরে দেওয়া প্রয়োজন বলে সরকার মনে করেছে। তাই রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বাগমারা উপজেলায় তিনটি স্থানীয় চালকল- কনক চালকল, আরাফাত চালকল ও ভাই ভাই চালকল- এর সঙ্গে চুক্তি করে ভবানীগঞ্জ গুদামের জন্য চাল সরবরাহ করা হয়। এছাড়া রাজশাহীর তানোরের আবদুস সাত্তার চালকল, হড়গ্রামের বাদশা রাইস মিল, মোহনপুরের নুরজাহান চালকল, মাহফুজ চালকল ও মোল্লা চালকল থেকেও চাল সংগ্রহ করা হয়। মোট ১ হাজার ২১১ মেট্রিক টন চাল ভবানীগঞ্জ গুদামে সরবরাহ করা হয়।কিন্তু সম্প্রতি উপজেলা প্রশাসনের অভিযানে গুদামে মজুত ওই চালের মান অত্যন্ত নিম্নমানের পাওয়া যায়। চালগুলো তামাটে, দুর্গন্ধযুক্ত ও খাওয়ার অনুপযোগী ছিল। তদন্তে জানা যায়, ভালো মানের চাল পরিবর্তন করে নিম্নমানের চাল গুদামে মজুত করা হয়েছে- যা ইচ্ছাকৃত ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি জানাজানি হলে বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তদন্তের পরিপ্রেক্ষিতে তাঁকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে মো. বাচ্চু মিয়ার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply