সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা দেবো দল বেঁধে” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচির আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী (১২ অক্টোবর ২০২৫) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
উক্ত কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত। সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাফিউল্লাহ নেওয়াজ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এমওডিসি ডাঃ শ্রী অশোক কুমার, একাডেমিক সুপারভাইজার ড.মুহাম্মদ আব্দুল মুমীত, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর হেলথ্ ইন্সট্রাকটর জাহাঙ্গীর আলম, পরিসংখ্যানবিদ রফিকুল ইসলাম, এমটি ইপিআই আবুল কালাম আজাদ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, উপজেলা জুড়ে প্রায় ৮০ হাজারের বেশি শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এরই মধ্যে প্রায় ৫৮ হাজার অনলাইন রেজিস্ট্রেশন পেয়েছি। এই টিকা মূলত শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে দেয়া হবে। টাইফয়েডের যে টিকা শিশুদের দেয়া হচ্ছে এটি ভারত থেকে আমদানি করা হয়েছে। উদ্বোধনী দিনে ৪০০ শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে।