
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সোহান (২০)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
র্যাব জানায়, ১০ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১টা ৩০ মিনিটের দিকে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার তাহেরপুর চৌকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম ও আসামি সোহান তাহেরপুর ডিগ্রি কলেজের একই শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিচয়ের সূত্র ধরে আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন
দেখিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সে তরুণীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার সর্বশেষ পর্যায়ে, গত ১৭ আগস্ট ২০২৫ সকাল ১০টার দিকে তাহেরপুর চৌকিরপাড়া এলাকায় নিজ বাড়িতে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ভিকটিমকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে ভিকটিম বিয়ের কথা তুললে আসামি বিয়ে করতে অস্বীকার করে তাকে বাড়ি থেকে বের করে দেয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাগমারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র্যাব যৌথভাবে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫-এর সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি সোহানকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও নারী নির্যাতনসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
Leave a Reply