সাঁথিয়া প্রতিনিধি:
পাবনা সাঁথিয়ার কাশিনাথপুরে ফুলবাগান মোড়ের ক্রিসেন্ট হাসপাতালের সামনে খান মার্কেট, ফুড প্যালেস বিরিয়ানি হাউজে ১৪ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও সৌভাগ্যক্রমে কোন প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো মার্কেট এলাকা।
মার্কেট মালিক মোঃ শফিকুল আলম খান টিটুল বলেন
আমি যতটুক জানতে পেরেছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে মোট তিনটি দোকান ফুড প্যালেস বিরিয়ানি হাউস , ফার্নিচার ও সিলভারের দোকানে মোট ৩০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ফুড প্যালেস বিরিয়ানি হাউজে প্রায় ২৪ লক্ষ টাকা, সিলভারের দোকানে ৫ লক্ষ টাকা প্রায় , ও ব্যাটারির দোকানে ১ লক্ষ টাকা প্রায়, মালামাল ক্ষতি হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, আগুনের তীব্রতায় দোকানের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি হলেও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার
মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন ঘটনার তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের ত্রুটিতেই এই দুর্ঘটনা ঘটেছে। মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারি প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply