সাহিদ বাদশা বাবু
শিহাব মার্ট সেল্স এন্ড মার্কেটিং” টিমের উদ্যোগে রংপুর টাউন হলে রংপুর বিভাগের ২০টি উপজেলার ৭৫০ জন প্রতিনিধি নিয়ে এক বিশাল “ট্রেনিং এন্ড সেলিব্রেশন” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা কামাল, অতিরিক্ত আইজিপি বাংলাদেশ পুলিশ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিহাব আহমেদ চেয়ারম্যান, শিহাব গ্রুপ অব কোম্পানিজ ও
সতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী ১৬ লালমনিরহাট-১ হাতীবান্ধা-পাটগ্রাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জিয়ারূল হক জিয়া, জিএম সেল্স এন্ড মার্কেটিং টিম “শিহাব মার্ট লিমিটেড”
মাত্র ৫ মাসে “শিহাব মার্ট লিমিটেড” রংপুর বিভাগের ২০ টি উপজেলায় কার্যক্রম পরিচালনা শুরু করছে এবং তা প্রায় ১২০০ জন বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা শিহাব মাঠ লিমিটেড গ্রুপের চেয়ারম্যান বলেন আমি স্বপ্ন দেখি আগামী ২০২৬ সালের মধ্যে রংপুর বিভাগের ৫৯টি উপজেলায় আমাদের কার্যক্রম পরিচালনা করার। যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ৫০০০ বেকার ভাই-বোনদের ইনশাআল্লাহ। প্রতিটি উপজেলায় আমাদের শিহাব মার্ট লিমিটেড আসতেছে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন
আমি স্বপ্ন দেখি আগামী ২০৩০ সালের মধ্যে রংপুর বিভাগের ৫৯টি উপজেলার ১ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার। এটি শুধু একটি সংখ্যা নয় — এটি আমাদের অঙ্গীকার, একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন।
আমি বিশ্বাস করি, সঠিক প্রশিক্ষণ, আধুনিক মার্কেটিং ধারণা এবং নিষ্ঠার মাধ্যমে প্রতিটি মানুষ হতে পারে সফল উদ্যোক্তা বা দক্ষ পেশাজীবী। শিহাব মার্ট লিমিটেড সেই ভবিষ্যৎ গড়ার পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।
আসুন, আমরা সবাই মিলে কাজ করি “কর্মসংস্থান ও উন্নয়নের বাংলাদেশ” গড়ার লক্ষ্যে।
আমার স্বপ্ন একটি মানবিক, কল্যাণকর, বেকারত্বমুক্ত এবং দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আর এটি বাস্তবায়ন শুরু হবে হবে হাতীবান্ধা-পাটগ্রাম এবং উত্তরবঙ্গ থেকে
“এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি, নিতে নয়”
তিনি সর্বশেষ বলেন আমি সকলের কাছে দোয়া দোয়া প্রার্থী আগামী সংসদ নির্বাচনে আমি লালমনিরহাট হাতীবান্ধা ও পাটগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি তাই সকলে আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply