নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে শ্রী শ্রী হরি –
গুরুচাঁদ মতুয়ামিশন লোহাগড়া উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই অক্টোবর শনিবার
লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বৈকুন্ঠপুর (ঋষিপাড়া) কাত্যায়নী মন্দির প্রাঙ্গনে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভার উদ্বোধন করেন মতুয়া ভক্ত দাস শিরালী, সভাপতি শ্রী শ্রী হরি –
গুরুচাঁদ মতুয়ামিশন লোহাগড়া উপজেলা শাখা।
নলদী ইউনিয়নের বৈকুন্ঠপুর (ঋষিপাড়া) কাত্যায়নী মন্দিরের সাবেক সভাপতি হরিদাস বিশ্বাসের সভাপতিত্বে ও শ্রী শ্রী হরি –
গুরুচাঁদ মতুয়ামিশন লোহাগড়া উপজেলা শাখার সহ সভাপতি মতুয়া লিটন বিশ্বাসের সঞ্চালনায়
উক্ত
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলে শ্রী শ্রী হরি –
গুরুচাঁদ মতুয়ামিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসিম পাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য প্রদান করেন শ্রী শ্রী হরি –
গুরুচাঁদ মতুয়ামিশন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদার।
আলোচক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরি –
গুরুচাঁদ মতুয়ামিশন নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মতুয়া বাসুদেব পাল,প্রচার সম্পাদক মতুয়া শিশির বিশ্বাস,
শ্রী শ্রী হরি –
গুরুচাঁদ মতুয়ামিশন লোহাগড়া উপজেলা শাখা থেকে উপস্থিত ছিলেন সাধরণ সম্পাদক মতুয়া তমাল কুন্ডু,সহ সভাপতি
মতুয়া পরিমল বিশ্বাস,মতুয়া অধীর ভদ্র,যুগ্ন সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস, মতুয়া হৃদয় বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মতুয়া প্রহ্লাদ অধিকারী,মতুয়া সুজিত রায়, শ্রী শ্রী হরি –
গুরুচাঁদ মতুয়ামিশন নলদী ইউনিয়ন শাখার সভাপতি মতুয়া মিলন বিশ্বাস, কার্যকরী সভাপতি মতুয়া হিরামন বিশ্বাস
সহ বিভিন্ন এলাকা থেকে আগত মতুয়া মিশনের নেতা কর্মী ও ভক্ত বৃন্দরা।
শ্রী শ্রী হরি –
গুরুচাঁদ মতুয়ামিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসিম পাল তার বক্তব্যে মতুয়া মিশনকে শক্তিশালী করার জন্য সদস্য সংগ্রহ তহবিল গঠন সহ শ্রী শ্রী হরি
গুরুচাঁদ মতুয়ামিশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য
দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
Leave a Reply