নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে মতুয়া মহাসংঘ এর ১ নং নলদী ইউনিয়ন শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই অক্টোবর শনিবার
মতুয়া মহাসংঘ নলদী ইউনিয়ন শাখার আয়োজনে গাছবাড়ীয়া বারোয়ারী হরি মন্দির প্রাঙ্গনে বিকাল তিনটায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মতুয়া রত্ন মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও
মতুয়া রত্ন পরশমনি মন্টুর সঞ্চালনায়
উক্ত ত্রি বার্ষিক সম্মেলনে
মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীমতি মীনাক্ষী দেবী,তাঁরকধাম, জয়পুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী পরীক্ষীত গোঁসাই, সভাপতি বাংলাদেশ মতুয়া মহা সংঘ, নড়াইল জেলা শাখা, তাঁরকধাম, জয়পুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বি এন পি'র সাবেক সহ সভাপতি, নড়াইল পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মতুয়া রত্ন অশোক কুমার কুন্ডু, নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বি এন পি নেতা আসাদুজ্জামান, নলদী ইউনিয়ন বি এন পির সভাপতি জিল্লুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মতুয়া রত্ন ও ভক্তবৃন্দরা।
মতুয়া মহাসংঘ এর ১ নং নলদী ইউনিয়ন শাখার ত্রি বার্ষিক সম্মেলন শেষে মতুয়া মহাসংঘ নলদী ইউনিয়নের সদস্যদের সর্ব সম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য
মতুয়া সুকান্ত বিশ্বাস কে
সভাপতি
রতন কুমার বিশ্বাস কে
সাধারণ সম্পাদক
সন্জিত কুমার বিশ্বাস কে
সহঃসাধারণ সম্পাদক ও
সুদর্শন বিশ্বাস কে
সাংগঠনিক সম্পাদক করে
৯১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন শ্রী পরীক্ষীত গোঁসাই, সভাপতি বাংলাদেশ মতুয়া মহা সংঘ, নড়াইল জেলা শাখা, তাঁরকধাম, জয়পুর।