সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় নাটোর থেকে আসা এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। পলায়নের চেষ্টায় পুকুরে লাফ দিলেও শেষ পর্যন্ত র্যাবের চৌকস অভিযানে ধরা পড়ে যায় সে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন মোল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রাকিব হোসেন (২৫), পিতা-মোঃ আঃ রহিম, সাং-চক বৈদ্যনাথ, থানা-নাটোর সদর, জেলা-নাটোর।
র্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাটোর থেকে দুইজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে পুঠিয়া এলাকায় প্রবেশ করছে। তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযানে গেলে একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। অপরজন রাকিব পুকুরে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলেও র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পকেটের ভেতর থেকে প্লাস্টিক ও টেপে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ধৃত রাকিব হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, অস্ত্র ও চাঁদাবাজি দমনসহ সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
Leave a Reply